কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: সোমবার ১২ই এপ্রিল ২০২১ ১২:১৫ অপরাহ্ন
কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরবার সন্ধায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড়ো বাতাসের সাথে শিলা বৃষ্টি হওয়ায় কৃষকের ধান সহ নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়।


উপজেলার  উধুনিয়া, বড়পাঙ্গাসী,কয়ড়া ও মোহনপুর ইউনিয়নের বোর ধানের ক্ষতি চোখে পড়ার মতো। ঝড়ে কাঁচা ঘরবাড়ি গাছপালা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। বিদ্যুৎ এর বিভিন্ন খুঁটি ভেঙ্গে পড়ে যাওয়ায়  প্রায় ১২ ঘণ্টা অধিকাংশ ইউনিয়নের এলাকা গুলোতে  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। 



উপজেলার পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের কৃষক রহম আলী জানান,রোববার দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টি হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও আম,কাঁঠাল সহ বিভিন্ন গাছপালা ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছে। অনেক ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে।


কৃষক বোর মৌসুমের শুধুতে আবহাওয়া ভালো থাকায় অনেক কৃষকের মুখে হাসি ফুটেছিলো। কিন্তুু কয়েকদিন ধরে দফায় দফায় এমন প্রচন্ড ঝড় আর শীলা বৃষ্টিতে বোর ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক এবারে বোর মৌসুমে লাভবান হতে পারবে না। এছাড়া মাঠের পর মাঠ জমির ধান নুয়ে পড়েছে। সোনালী ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল। 



এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমি জানান,কালবৈশাখী ঝড়ে উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রায় ৩শত হেক্টর বোর ধান ও উঠতি শাকসবজির ব্যাপক  ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


তবে চুড়ান্ত প্রতিবেদন তৈরী করে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপজেলা কৃষি অফিস থেকে সহযোগীতা করা হবে।


#ইনিউজ৭১/জিয়া/২০২১