উল্লাপাড়ায় বিধবা দুই বোনের জন্য নতুন আশ্রয়

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিধবা দুই বোনের জন্য নতুন আশ্রয়

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দুই বিধবা বোন ছাকেরা ও হনুফা খাতুনের জন্য নতুন আশ্রয় স্থাপন করেছে মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। তাদের পিতা মৃত মন্তাজ খাঁ, এবং তারা দুই বোনই বিধবা। পিতার মৃত্যুর পর তারা পরের বাড়ি কাজ করে কোনোরকমে জীবনযাপন করতেন। একবেলা খেয়ে না খেয়ে তাদের দিন কাটত। পরিবারের কোনো মাথা গোঁজার ঠাঁই ছিল না। এই অবস্থায় তাদের দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে, মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি এগিয়ে আসেন।


তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠনের অর্থায়নে তাদের জন্য একটি টিনশেট ঘর তৈরি করে দেন, যার ব্যয় ৭৫ হাজার টাকারও বেশি। নতুন ঘরে রয়েছে জানালা, দরজা, চোকি, লেপ, তোষক, কাঁথা, বালিশ এবং বেডশিট। এছাড়া, তাদের জন্য পরিবেশবান্ধব একটি আধাপাকা ল্যাট্রিনও নির্মাণ করা হয়েছে। এই কাজের সার্বিক সহযোগিতা করেন ডাক্তার রাজু আহমেদ রুবেল।


এই সহায়তার পর, দুই বোন আবেগে কেঁদে ফেলেন এবং তারা বলেন, “আমাদের ছিল না কোনো মাথা গোঁজার ঠাঁই। আমরা অন্যদের বাড়িতে কাজ করে সেখানেই রাত কাটাতাম। এখন আমরা খুশি, আল্লাহর কাছে দোয়া করি যেন শাহবাজ খান সানি ও মান্নান চ্যারিটেবল ট্রাস্টের সকলের জীবন ভালো হয়ে ওঠে।”


এমন মানবিক কাজের জন্য তাদের কাছে গভীর কৃতজ্ঞতা জানিয়ে, বিধবা দুই বোন প্রাণ খুলে দোয়া করেন।