পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ মার্চ, শুক্রবার বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন দুমকীতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। তিনি বলেন, "১০ মার্চ স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করা হয়। এর মধ্যে পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘বরিশাল সেনানিবাস’ রাখা হয়েছে, যা পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত সেনানিবাসের নাম ‘বরিশাল সেনানিবাস’ রাখা হয়েছে, এতে পটুয়াখালীবাসী বঞ্চিত হয়েছে।"
মানববন্ধনে উপস্থিত ছিলেন দুমকী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জমি দাতা রশিদ গাজী, দাতা আব্দুস সালাম খান, সুমন শরিফ, বাবুল শরিফ, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন দুলাল, প্রকৌশলী কামাল হোসেনসহ আরও অনেক স্থানীয় ব্যক্তি।
মানববন্ধনে বক্তারা একযোগে দাবি জানিয়ে বলেন, “লেবুখালী সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। নাম পরিবর্তন করলে পটুয়াখালীবাসীর মর্যাদা বৃদ্ধি পাবে এবং স্থানীয়দের প্রতি সম্মান জানানো হবে।” তারা সরকারের কাছে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, “পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ এই সেনানিবাসের নামকরণে পরিবর্তন এনে স্থানীয় জনগণের দাবি পূরণ করতে হবে। পটুয়াখালী জেলার পরিচয় ও ইতিহাস সংরক্ষণ করতে ‘পটুয়াখালী সেনানিবাস’ নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।