নারী-শিশু নির্যাতনবিরোধী সেল গঠন করেছে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার ১৪ই মার্চ ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
নারী-শিশু নির্যাতনবিরোধী সেল গঠন করেছে বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সময়ে মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও মৃত্যুর বিষয়টি দেশবাসী মেনে নিতে পারছে না। শুক্রবার (১৪ মার্চ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের দুর্বল প্রশাসন ও অদক্ষতার কারণে সমাজে দুষ্কৃতকারীরা বেড়ে চলেছে এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।


রিজভী আরও বলেন, গত ১৬ বছরের শাসনে দেশে শান্তি ও সামাজিক সংহতি নষ্ট হয়েছে। দুর্বৃত্তায়ন, জমি দখল, লুটপাট ও টাকা পাচারের মাধ্যমে সরকার নিজেদের ক্ষমতা ধরে রেখেছে এবং এসব অপকর্মে যুক্ত ব্যক্তিরা প্রধানত শেখ হাসিনার দলের সদস্য। তিনি দাবি করেন, সরকার দেশের আইন-শাসন ও ন্যায়বিচারের প্রতি গুরুত্ব দেয়নি, যার ফলে সমাজে হত্যা, গুম, ধর্ষণ ও শিশু নির্যাতন বেড়েছে।


তিনি বলেন, সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে শিশু আছিয়ার ধর্ষণ ও পরবর্তীতে তার মৃত্যু, সারা জাতিকে শোকাহত করেছে। রিজভী বলেন, এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে দেশের আইন-শাসনের হালাতার প্রমাণ মেলে এবং মানবিকতা ও নৈতিকতার সংকট তৈরি হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আছিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


এছাড়াও রিজভী জানান, বিএনপি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কাজ করার জন্য দেশব্যাপী তথ্য সংগ্রহ শুরু করেছে এবং “নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল” গঠন করেছে। এই সেলের মাধ্যমে নির্যাতিতদের আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।