পটুয়াখালীর খেপুপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ২৮শে ডিসেম্বর ২০২৪ ০৮:২০ অপরাহ্ন
পটুয়াখালীর খেপুপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

‘এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমাদেরই কাছে’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান। ২৮ ডিসেম্বর, শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠান শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং গান ও নাচে মেতে ওঠেন। শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভায় মিলিত হয়।


প্রথম পুনর্মিলনীতে ১২০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ১ম পুনর্মিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ১ম পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য সচিব রেজাউল করিম বাবলা এবং অন্যান্য সদস্যরা।


এদিন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও ছিল বৃক্ষ রোপণ, স্মৃতিচারণ, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা, এবং রাফেল ড্রসহ নানা আকর্ষণীয় আয়োজন।


আবদুল মান্নান, আহ্বায়ক, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী পর্ষদ জানিয়ে বলেন, “এ ধরনের অনুষ্ঠান শুধু পুরনো স্মৃতিগুলো ফিরে আনা নয়, বরং আমাদের এলাকাকে আরও উন্নত করতে একত্রিত হয়ে কাজ করার লক্ষ্যে আমরা এই পুনর্মিলনী আয়োজন করেছি।”


অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার অনেক শুভানুধ্যায়ী অংশগ্রহণ করে এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষার উন্নয়নের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করেন।