শত শত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৮শে ডিসেম্বর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ন
শত শত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম থানার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ধরেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘‘শত শত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে।’’


সারজিস আলম তার পোস্টে বলেন, ‘‘যেসব বেহায়ার রক্তে দুর্নীতি, তাদের শাস্তি না দিয়ে কেবল বদলি করার মাধ্যমে কোনো সংস্কার সম্ভব নয়। এটি হাস্যকর।’’


এই বক্তব্যে সারজিস আলম পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিস্টেমের সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। তার অভিযোগ, দুর্নীতিগ্রস্ত সদস্যদের কার্যকর শাস্তি না দিয়ে শুধু বদলির মতো পদক্ষেপ যথেষ্ট নয়।


তিনি আরও বলেন, ‘‘পুলিশ বাহিনীর কিছু সদস্যের এ ধরনের কর্মকাণ্ডের ফলে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে। এটি কেবল প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং সমাজে আইনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’’