সুইজারল্যান্ডে বোরকা পরিধানে নিষিদ্ধ, ১ জানুয়ারি থেকে কার্যকর আইন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন
সুইজারল্যান্ডে বোরকা পরিধানে নিষিদ্ধ, ১ জানুয়ারি থেকে কার্যকর আইন

আগামী বছরের জানুয়ারি ১ তারিখ থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন আইন অনুযায়ী, যারা বোরকা পরিধান করবেন, তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকা) জরিমানা হতে পারে। এই আইন কার্যকরের বিষয়টি গত বুধবার (৬ নভেম্বর) সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।


সরকার জানিয়েছে, বোরকা পরিধানের নিষেধাজ্ঞা শুধুমাত্র পাবলিক প্লেসের জন্য প্রযোজ্য হবে। বিমান, কূটনৈতিক এলাকাসহ পবিত্র স্থানগুলোতে মুখ ঢাকা যাবে। এছাড়া স্বাস্থ্য, আবহাওয়া বা ঐতিহ্যগত কারণে মুখ ঢাকা অনুমোদিত হবে। ব্যক্তিগত সুরক্ষার জন্য মুখ ঢাকার ক্ষেত্রেও অনুমতি নিতে হবে।


এটি সুইজারল্যান্ডে বোরকা নিষেধাজ্ঞা সংক্রান্ত দ্বিতীয় আইন হিসেবে কার্যকর হতে যাচ্ছে। ২০২১ সালে দেশটির জনগণ এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেন, এর ফলস্বরূপ গত বছর পার্লামেন্টের নিম্নকক্ষে এই নিষেধাজ্ঞা পাস হয় এবং ন্যাশনাল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনের অনুমোদন দেয়।


সুইজারল্যান্ডে এই আইনের বিরুদ্ধে কিছু বিরোধিতা থাকলেও, সরকার এর কার্যকরের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আইনটির লক্ষ্য হলো, জনগণের মধ্যে সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে পাবলিক স্পেসে।