
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২১:১৪

মৌলভীবাজার জেলার হাওর, বিল, ডোবা এবং চা বাগানের লেকে এখন লাল ও সাদা শাপলার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মৌলভীবাজার সদর উপজেলার জুমাপুর গ্রাম, শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জের মাজদিহি চা বাগান, কমলগঞ্জের দেওরাছড়া চা-বাগানের বাবন বিল, রাজনগরের কাওয়াদীঘি হাওর এবং জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকার প্রায় ১০০ বিঘা জমি লাল-সাদা শাপলায় রঙিন হয়ে উঠেছে। দূর থেকে ফুটন্ত শাপলার রঙ এবং কাছ থেকে জাতীয় ফুলের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করছে।
