প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:৪৭
ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের ২৫ হাজার মানুষ এক যুগ নয়, পাঁচ দশক ধরে অপেক্ষা করছে একটি ব্রিজের জন্য। প্রতিটি নির্বাচনে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ প্রার্থীরা এলাকার প্রধান দাবি হিসেবে টাঙ্গন নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। নদীর দুই পাশে রয়েছে পাকা সড়ক, কিন্তু মাঝখানের সংযোগ না থাকায় এখনও বাঁশের নড়বড়ে সাঁকোই ভরসা।