প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:৪
আশাশুনির শতাধিক কারিগর কাঠের নকশার শিল্পে প্রাণ দিয়েছেন। দেশজুড়ে কাঠের ফার্নিচারের চাহিদা থাকা সত্ত্বেও কারিগরদের সংখ্যা কমছে এবং এই ঐতিহ্যবাহী শিল্প পিছিয়ে পড়ছে। কারিগরদের দক্ষতা অর্জনে কমপক্ষে ৫-৬ বছর লাগে। গড়ে একজন সম্পূর্ণ মিস্ত্রী মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করেন, আর অদক্ষ ‘হাফ মিস্ত্রী’ পান মাত্র ৮ থেকে ৯ হাজার টাকা।