প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৬:৫৯
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী মাদুর শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। একসময় মেলে দিয়ে তৈরি হাতে বোনা মাদুরের সুনাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিল। স্থানীয় অর্থনীতির অন্যতম ভরসা এই শিল্প কাঁচামালের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, প্লাস্টিকের পাটির প্রতিযোগিতা এবং সরকারি সহায়তার অভাবে ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়েছে।