
নতুন ভোটার যুক্ত হবে ৬০ লাখ, বাদ পড়বে ২০ লাখ
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:৮
শেয়ার করুনঃ

জাতীয় পরিচয় নিবন্ধন
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) এর তথ্যমতে, চলতি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে প্রায় ৬০ লাখ ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। পাশাপাশি, মৃত ভোটারের কারণে তালিকা থেকে সাড়ে ২০ লাখের বেশি ভোটার বাদ পড়বে।
এনআইডি’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ভোটার রয়েছেন ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১ হাজার ৫৫ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ৪৯ লাখ ৯৫ হাজার ২৪ জন ভোটারের ছবি তোলা ও আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এই তালিকায় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে, যার মধ্যে পুরুষ ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া ভোটার ৫৭৩ জন রয়েছে।
এ নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে যেসব নাগরিক বাদ পড়েছেন, তারা অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি এবং এসএসসি বা সমমানের সনদের কপি (যদি প্রযোজ্য হয়) অন্তর্ভুক্ত রয়েছে।
ইসি আরও সতর্ক করেছে, ভোটার নিবন্ধনের সময় ভোটারের নাম, বাবা-মার নাম, জন্ম তারিখ ও ঠিকানা সঠিকভাবে প্রদান করতে হবে এবং অবশ্যই সেই তথ্য জন্ম নিবন্ধন বা শিক্ষাগত সনদের সঙ্গে মিলিয়ে দিতে হবে।
এদিকে, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

