https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নতুন ভোটার যুক্ত হবে ৬০ লাখ, বাদ পড়বে ২০ লাখ

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:৮

শেয়ার করুনঃ
নতুন ভোটার যুক্ত হবে ৬০ লাখ, বাদ পড়বে ২০ লাখ
জাতীয় পরিচয় নিবন্ধন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) এর তথ্যমতে, চলতি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে প্রায় ৬০ লাখ ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। পাশাপাশি, মৃত ভোটারের কারণে তালিকা থেকে সাড়ে ২০ লাখের বেশি ভোটার বাদ পড়বে।

এনআইডি’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ভোটার রয়েছেন ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১ হাজার ৫৫ জন। 

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ৪৯ লাখ ৯৫ হাজার ২৪ জন ভোটারের ছবি তোলা ও আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এই তালিকায় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে, যার মধ্যে পুরুষ ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া ভোটার ৫৭৩ জন রয়েছে।

এ নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে যেসব নাগরিক বাদ পড়েছেন, তারা অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি এবং এসএসসি বা সমমানের সনদের কপি (যদি প্রযোজ্য হয়) অন্তর্ভুক্ত রয়েছে।

ইসি আরও সতর্ক করেছে, ভোটার নিবন্ধনের সময় ভোটারের নাম, বাবা-মার নাম, জন্ম তারিখ ও ঠিকানা সঠিকভাবে প্রদান করতে হবে এবং অবশ্যই সেই তথ্য জন্ম নিবন্ধন বা শিক্ষাগত সনদের সঙ্গে মিলিয়ে দিতে হবে। 

এদিকে, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ‘মার্চ ফর গাজা’তে

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ‘মার্চ ফর গাজা’তে

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক প্রতিবাদ কর্মসূচি। নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজমায়েতে।   শনিবার দুপুরের দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর

জামিনে মুক্ত জঙ্গি মামলার তিন শতাধিক আসামি নজরদারিতে-মাহফুজ আলম

জামিনে মুক্ত জঙ্গি মামলার তিন শতাধিক আসামি নজরদারিতে-মাহফুজ আলম

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জঙ্গিবাদ ইস্যুতে এক নতুন আলোচনার জন্ম হয়েছে। বিশেষ করে জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তি এই সুযোগে জামিনে মুক্তি পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন সন্দেহভাজন, বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অনেক আসামিও।   বিশ্লেষকদের মতে, বিগত

নতুন নামে পহেলা বৈশাখের শোভাযাত্রা, ‘আনন্দ শোভাযাত্রা’

নতুন নামে পহেলা বৈশাখের শোভাযাত্রা, ‘আনন্দ শোভাযাত্রা’

পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতদিন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজন এবার থেকে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।  শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের শোভাযাত্রায় নতুন সংযোজন হিসেবে থাকছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। প্রায় ২০ ফুট

বৈশাখে রঙ ছড়াতে ব্যস্ত জামগ্রামের ফুলের কারিগর

বৈশাখে রঙ ছড়াতে ব্যস্ত জামগ্রামের ফুলের কারিগর

আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে বসছে বৈশাখী মেলা, আর এই মেলাগুলোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বাহারি কাগজের ফুল। শিশুদের খেলনা কিংবা প্রিয়জনকে উপহারের জন্য এসব ফুলের চাহিদা ব্যাপক। এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের প্রায় ৪শ পরিবার। তারা রঙ-বেরঙের কাগজ, কাপড়, শোলা, বাঁশ ও অন্যান্য উপকরণ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর তালিকায় ৪৭তম অবস্থানে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর তালিকায় ৪৭তম অবস্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থান দখল করেছে বাংলাদেশ। এটি একটি বিশাল অগ্রগতি, যেহেতু দক্ষিণ এশিয়ার দেশটি সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক মঞ্চে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। ইউএস নিউজের এই তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি, যা বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোর প্রতিনিধিত্ব করে।  [https://enews71.com/storage/6HBp9w8NpQcvP0W8e7U7Z4B5puclHXC3qYbemRdn.jpg]বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর [https://enews71.com/storage/6HBp9w8NpQcvP0W8e7U7Z4B5puclHXC3qYbemRdn.jpg] এবারের তালিকায় ভারত