আসুন, এবার সুপার পাওয়ার আমেরিকার ৩৮ দিনের সংখ্যাগুলো দেখে নিই ঃ ১৫, ১৫, ১৫, ১৫, ১৫, ৩৫, ৩৫, ৩৫, ৫৩, ৫৭, ৬০, ৬০, ৬৩, ৬৮, ৭৫, ১০০, ১২৪, ১৫৮, ২২১, ৩১৯, ৪৩৫, ৫৪১, ৭০৪, ৯৯৪, ১৩০১, ১৬৩০, ২১৮৩, ২৭৭০, ৩৬১৩, ৪৫৯৬, ৬৩৪৪, ৯১৯৭, ১৩৭৭৯, ১৯৩৬৭, ২৪১৯২, ৩৩৫৯২, ৪৩৭৮১, ৫৪৮৮১, ৮৫৭১২।মাত্র ১৫ দিন আগেও আমেরিকায় আক্রান্ত ছিল ৭০৪ জন, সেই সংখ্যা এখন ৮৫ হাজারের বেশি।এবং চলমান তাঁরা যেমন সুপার পাওয়ার, ঠিক তেমন সুপার গতিতে এগিয়ে যাচ্ছে আক্রান্তর সংখ্যা।এতো সচেতন হবার পর তাঁরা রেহাই পাচ্ছে না,ইতিমধ্যে ১০ জন বাঙালি আমিরিকান মারা গিয়েছে।