ভূরুঙ্গামারীতে প্রবাসী বাংলাদেশীর অনুদানে শাড়ি ও লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে প্রবাসী বাংলাদেশীর অনুদানে শাড়ি ও লুঙ্গি বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশীর অনুদানে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পাইকেরছড়া ইউনিয়নের আত-তাক্কওয়া ইসলামী ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন মাঠে এসব বিতরণ করা হয়। 


বাংলাদেশ বেতার রংপুরের কণ্ঠ শিল্পী আসমা খাতুন এসব বিতরণের আয়োজন করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল এতে  প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুুজ্জোহা সুজন ও দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ বিশেষ অতিথি ছিলেন।


ভূরুঙ্গামারী প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানরা তাদের ধন-সম্পদ বিশুদ্ধ রাখতে নিয়মিত যাকাত দিলে দুস্থ ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাবে।

  

অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতার রংপুরের কন্ঠ শিল্পী আসমা খাতুন, সমাজ সেবক জিয়ারুল হক জিল্লু, সহকারী শিক্ষক এরশাদ হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুকুল হোসাইন, রিদওয়ান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান।