নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ০৫:১৮ অপরাহ্ন
নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীরা বিপাকে

বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের ঘটনার পর নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে এ রুটে আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করা হয়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বর্তমানে যাত্রীরা বাস না পেয়ে ইজিবাইক বা অন্য বিকল্প পরিবহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।


জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা সেখানে উপস্থিত হলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ থেকে বগুড়া রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে রুট বন্ধ রাখা হয়।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বগুড়ার ওপর দিয়ে কোনো বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে যাত্রীরা ঢাকা বা বগুড়া যাওয়ার জন্য নির্দিষ্ট বাস না পেয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী ইজিবাইকে চড়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, তবে এর ভাড়া সাধারণত দ্বিগুণ হয়ে গেছে। কিছু কিছু বাস বিকল্প পথে, যেমন বগুড়ার কাহালুর ভিতর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল করছে, কিন্তু সেই সংখ্যা বেশ কম।


বগুড়াগামী মোসলেম উদ্দিন নামে এক যাত্রী বলেন, “জরুরি কাজে বগুড়া যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে ইজিবাইকে গন্তব্যে যাচ্ছি, তবে ভাড়া অনেক বেশি। এর ফলে সাধারণ মানুষ খুবই অসুবিধায় পড়েছে।”


নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের পর নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী সব বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে কিছু কিছু বাস বিকল্প পথে চলাচল করছে।” তিনি আরও বলেন, বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তটি আপাতত জারি থাকবে, এবং পরিস্থিতি শান্ত হলে ফের পরিবহন সেবা চালু করা হবে।


বগুড়ায় ঘটে যাওয়া এই সহিংস ঘটনায় সাধারণ মানুষের যাত্রায় বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ঈদের আগে এই ধরনের পরিস্থিতি যাত্রীদের জন্য বড় একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।