গাজায় ইসরায়েলের হামলায় এক রাতেই নিহত ৪০০

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের হামলায় এক রাতেই নিহত ৪০০

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা চলছে। মঙ্গলবার ভোরে চালানো বিমান হামলায় এক রাতেই নিহত হয়েছেন অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫৬২ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এটি যুদ্ধবিরতির পর গাজায় সবচেয়ে বড় বিমান হামলা।  


বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সেহরির সময় আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিমান থেকে বোমা ফেলে বহু ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এটি কেবল শুরু।’  


নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধবিরতি বাড়ানো হলেও ইসরায়েলি বন্দিদের মুক্তি দেয়নি হামাস। ফলে তারা ফের হামলা শুরু করেছে। তবে হামাস জানিয়েছে, তারা আগেই বন্দি বিনিময়ের প্রস্তাব গ্রহণ করেছে এবং এক ইসরায়েলি-আমেরিকান সৈন্যকে মুক্তি দিয়েছে।  


গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে তিন ধাপে শান্তি আলোচনার পরিকল্পনা ছিল। প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানায় ইসরায়েল। তাদের দাবি, গাজায় এখনো ৫৯ জন ইসরায়েলিকে আটকে রেখেছে হামাস। অন্যদিকে, ইসরায়েলি কারাগারে বন্দি ৯,৫০০ ফিলিস্তিনির অধিকাংশই নির্যাতন ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।  


মঙ্গলবারের হামলার পর নেতানিয়াহু বলেন, ‘এখন থেকে আরও তীব্র পদক্ষেপ নেওয়া হবে। আমরা আক্রমণের মুখে কেবল আলোচনা করবো এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে লড়াই চালিয়ে যাবো।’ বিশ্লেষকরা বলছেন, গাজায় নতুন করে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।