দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভা এলাকায় প্রথম বারের মতো ডিজিটাল (স্মার্ট) কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র রমজান মাসের প্রথম দিনে বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তবে স্মার্ট কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ আগের ফ্যামিলি কার্ডধারী ব্যক্তিরা।
রবিবার (২ মার্চ) সকালে হিলি বাজারের গোডাউন মোড়ে পৌরসভার (১,২,ও ৬) নং ওয়ার্ডের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি অফিসার মোঃ কামাল হোসেন।
এসময় টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।
টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ মিনারা বেগম বলেন, পবিত্র রমজান শুরুর আগে থেকে বাজারে সব জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে রমজানের প্রথম দিনে স্বল্প মূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য খুবই সুবিধা।
পূর্বের ফ্যামিলি কার্ডধারী রাজা মিয়া বলেন, আমাদের অপরাধ কি? আমি স্মার্ট কার্ডের জন্য পৌর সভায় গিয়েছিলাম। আমাকে বললো ঈদের পরে স্মার্ট কার্ড পাবেন। কিন্তু আজকে টিসিবি পণ্য নিতে এসে দেখছি ডিজিটাল (স্মার্ট) কার্ড ছাড়া পণ্য দিচ্ছে না। তাহলে আমাদের কাছে এই কার্ড রাখার কি দরকার ছিল?
হাকিমপুর হিলি পৌরসভা এলাকায় টিসিবি পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন বলেন, যারা ইতিমধ্যে টিসিবি পণ্য ক্রয়ের জন্য স্মার্ট কার্ড পেয়েছেন এ মাসে শুধু তাদের বরাদ্দ এসেছে। তবে পূর্বের ফ্যামিলি কার্ডধারীরা পয়েন্টে এসে পণ্য চাচ্ছে। তাদের সাথে কথা বলতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান,সরকারি দিকনির্দেশনা মোতাবেক এ উপজেলায় প্রথম বারের মতো ডিজিটাল (স্মার্ট) কার্ডের মাধ্যমে একটি পৌর সভা ও তিনটি ইউনিয়নে ৭ হাজার ৩৮ জনকে পবিত্র রমজান মাসের প্রথম দিনে ৫৪০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ২ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে। এর মধ্যে হাকিমপুর পৌর সভায় ১৬৩৮ জন, খট্রামাধবপাড়া ১৬৭৬ জন, বোয়ালদাড় ১৯৬৬ ও আলিহাট ইউনিয়নে ১৭৫৮ জন স্মার্ট কার্ডধারী নিন্ম আয়ের মানুষ এসব টিসিবি পণ্য ক্রয় করতে পারবেন বলে জানান তিনি।
ডিজিটাল(স্মার্ট) কার্ডধারীরা পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের নির্দিষ্ট পয়েন্ট থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।