রাঙ্গাবালীতে সরকারি খালের বাঁধ কেটে উন্মুক্ত, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ ০৫:৫৮ অপরাহ্ন
রাঙ্গাবালীতে সরকারি খালের বাঁধ কেটে উন্মুক্ত, জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়   সরকারি খালে বাঁধ দিয়ে দখল করা  তিনটি বাঁধ কেটে প্রায় অর্ধশত  একর জমি অবমুক্ত করা হয়েছে। 


 বৃহস্পতিবার দুপুরে  উপজেলার রাঙ্গাবালী মৌজার  দুলালিয়ার খালের প্রায় অর্ধশত   একর জমি অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত । 


জানাগেছে,  দীর্ঘদিন যাবত উপজেলার পশুরীবুনিয়া ও নিজ হাওলা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া  পশুরবুনিয়া গ্রামের মধ্যে দিয়ে  দুলালিয়ার খালটি দীর্ঘদিন ধরে পানি প্রবাহ বাধাগ্রস্থ করেছিলেন স্থানীয় একটি প্রভাবশালীমহল। ফলে কৃষি জমির চাষাবাদ ব্যহত হচ্ছিল । 


এমন অভিযোগের প্রেক্ষিতে খালটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাঁধগুলো কেটে দেয়া হয়। এর আগে গত মঙ্গল ও বুধবার  

এবিষয়ে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) মো. সালেক মূহিদ বলেন, রাঙ্গাবালী মৌজার দুলালিয়ার খালটি দীর্ঘদিন ধরে অবৈধ বাঁধ দিয়ে একটি প্রভাবশালী মহল  দখল করে রেখেছিল। 


এমন অভিযোগে প্রেক্ষিতে ওইসব দখলদারদের দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি বাঁধগুলো কেটে খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।