জয়পুরহাটের পাঁচবিবিতে রুপসা, সীমান্ত এবং ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের উন্নয়ন ও রেল স্টাফ কোয়ার্টার দখলমুক্ত করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাঁচবিবি নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে পৌরশহরের ছমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক (অব.) সারোয়ার হোসেন। আলোচনায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিনিধি সোলায়মান আলী, ব্যবসায়ী আব্বাস আলী, আবু নাসেরসহ মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতা ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা জানান, পাঁচবিবি রেলস্টেশন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, যা চারটি উপজেলার যাত্রীদের যাতায়াতের প্রধান কেন্দ্র।
বক্তারা অভিযোগ করেন, এক সময় সীমান্ত ট্রেনটি এখানে থামত, কিন্তু সৈরাচার সরকারের সময় থেকে যাত্রাবিরতি বাতিল করা হয়, যা রেলের রাজস্ব কমিয়ে দিয়েছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। এই স্টেশনের সঙ্গে দেশের গবাদিপশুর অন্যতম বৃহৎ বাজারও যুক্ত, যেখানে খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন, কিন্তু ট্রেন চলাচল কমে যাওয়ায় ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।
এছাড়া হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানির অংশবিশেষ এই ট্রেনের মাধ্যমে পরিচালিত হওয়ায় যাত্রাবিরতির অভাবে বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। তাই বক্তারা দ্রুত রুপসা বা সীমান্ত এক্সপ্রেস এবং ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানান।
স্টেশনের বর্তমান সমস্যার প্রসঙ্গ উল্লেখ করে বক্তারা বলেন, প্লাটফর্মটি ছোট হওয়ায় যাত্রীদের ওঠানামা অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অবগত হয়ে প্রধান প্রকৌশলীকে প্লাটফর্ম সম্প্রসারণ, যাত্রী বিশ্রামাগার ও টিকিট কাউন্টার পৃথকভাবে নির্মাণের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছেন বলে জানা গেছে।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, রেল স্টাফ কোয়ার্টারগুলো রেলওয়ে কর্মীদের জন্য নির্মিত হলেও তা রাজনৈতিক নেতাকর্মীদের দখলে চলে গেছে। তারা এসব কোয়ার্টার অবিলম্বে দখলমুক্ত করে প্রকৃত রেল স্টাফদের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানান।
আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৯ মার্চ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা হবে, যাতে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি যাত্রী সাধারণকে বেশি ট্রেন ব্যবহার করতে উৎসাহিত করার মাধ্যমে রেলের রাজস্ব বৃদ্ধির আহ্বান জানানো হয়।
উপস্থিত সকলে সম্মিলিতভাবে পাঁচবিবি রেলস্টেশনের উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।