মহেশপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ২রা মার্চ ২০২৫ ০৪:০২ অপরাহ্ন
মহেশপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ ও বাংলাটিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ভারতে পাচার সংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়েছেন। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে তিনি নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।  


লিখিত বক্তব্যে জিয়াউর রহমান জানান, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একাধিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। এমনকি তাকে গুম করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তবে সাংবাদিকদের সহায়তা ও আল্লাহর ইচ্ছায় তিনি প্রাণে রক্ষা পান। তিনি বলেন, মহেশপুরে কোনো জুলুম, প্রতিহিংসা বা অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন এবং স্বচ্ছ ও জবাবদিহিতার রাজনীতি করার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।  


তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ভুল তথ্য ছড়ানো হয়েছে। বিশেষ করে কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত "বিএনপি নেতার প্রটোকলে ভারতে পালিয়ে গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা" এবং "লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে" শিরোনামের সংবাদগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।  


তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মাইটিভির জেলা প্রতিনিধি আনছির রহমান মিঠুর সঙ্গে তার কেবলই পেশাগত সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, মিঠুকে ভারতে পাচার করা হয়েছে এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং কিছু মহল রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তার সম্মানহানি করার জন্য এসব মিথ্যা প্রচার চালাচ্ছে।  


এদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনছির রহমান মিঠু মালিথা সংবাদ সম্মেলন চলাকালে এক ভিডিও বার্তায় জানান, তিনি কোথাও পালিয়ে যাননি, বরং কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছেন। তিনি ভিডিও কলে নিজের অবস্থানের প্রমাণ দেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে কথোপকথন করেন।  


তার পালিয়ে যাওয়ার খবর সম্পর্কে বিস্ময় প্রকাশ করে মিঠু বলেন, তিনি রাজনীতি করলেও প্রতিহিংসা বা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নন। তিনি দাবি করেন, যারা এই অপপ্রচার চালাচ্ছে, তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।  


বিএনপি নেতা জিয়া বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। তিনি জানান, এই মিথ্যাচারের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।  


সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বিএনপি নেতারাও এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।