হিলি বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল করতে দু-দেশের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ ০৩:২৯ অপরাহ্ন
হিলি বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল করতে দু-দেশের বৈঠক

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে গতিশীলতা আনতে দু’দেশের ( ভারত-বাংলাদেশ) কাস্টমস প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়েছে।বুধাবার ( ৯ নভেম্বর) বিকালে ভারত কাস্টমস হাউসে দু-দেশের প্রতিনিধি দলের এই বৈঠক হয়। এর আগে দুপুর ২টার দিকে বাংলাদেশ হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) বায়েজিত হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল হিলি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। 


ওই দিন রাতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিনিধি দলের সদস্য ও হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম।তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) বায়েজিত হোসেন। আর ভারত হিলি কাস্টমসের পক্ষে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসি) দেবাশীষ মুর্খাজ্জী।


এসময় দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিএসপি) সোমরাজ সাহাসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম আরও বলেন, ভারত কাস্টমসের আমন্ত্রণে আমরা বৈঠক করতে ভারতে গিয়েছিলাম। সম্প্রতিক সময়ে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কমে গেছে। তাই সরকারের রাজস্ব আয় বাড়াতে আমদানি-রপ্তানিতে গতিশীলতা আনতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরবর্তী সময়ে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে আশাবাদী।