সিলেট জুড়ে খেজুরে সয়রাব, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: রবিবার ২রা মার্চ ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন
সিলেট জুড়ে খেজুরে সয়রাব, কমেছে দাম

রোববার (২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে সিলেটের খেজুরের পাইকারী ও খুচরা বাজারগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত বছরের তুলনায় এ বছর আমদানি বেড়েছে, যার কারণে খেজুরের দাম কিছুটা কমেছে। আমদানিতে শুল্ক-কর কমানোর ফলে খেজুর ভেদে কেজিতে দাম কমেছে ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে পাইকারী দোকানে দাম কম থাকলেও খুচরা দোকানে খেজুরের দাম প্রি কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পার্থক্য লক্ষ্য করা গেছে। কোনো কোনো খুচরা ফল দোকানে ২০০ থেকে ৩০০ টাকারও পার্থক্য দেখা গেছে।


শনিবার (১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ পাইকারী ফল মার্কেট ও নগরীর বন্দরবাজার-কদমতলী খুচরা ফল বিক্রেতাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে ১৫ থেকে ২০ রকমের খেজুর পাওয়া যাচ্ছে। বিভিন্ন খেজুরের দামেও ভিন্নতা রয়েছে। গত বছরের দামের সঙ্গে তুলনা করলে, সাধারণ মান থেকে উন্নত মানের খেজুরের দাম কেজিতে কমেছে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।


শনিবার (১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ ইয়াছিন প্লাজা ফল মার্কেটের খেজুরের পাইকার মেসার্স কৈলাস ফ্রুটস এজেন্সিতে গিয়ে দেখা যায়, ইরাকের ‘জাহিদি’ খেজুর গত বছর রোজায় বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি। এবার একই খেজুর বিক্রি হচ্ছে সিলেটে ১৮০ টাকা কেজি। মাঝারি আকারের মিশরের ‘মেডজুল’ গত বছর বিক্রি হয়েছিল ১৫০০ টাকা কেজি, তবে এবার বিক্রি হচ্ছে ১৪৬০, ১৩৬০ ও ১১৫০ টাকা কেজি। এ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা খেজুরের দামেও বৈচিত্র্য দেখা গেছে। দুবাইর দাব্বাস খেজুরের দাম প্রতি কেজি ৪৫০ থেকে ৩৮০ টাকা, সৌদি আরবের আজোয়া ১১০০ থেকে ৯০০ টাকা, সৌদি আরবের কলমি ৮৬০ থেকে ৬৬০ টাকা, দুবাইর নাকাল ৩৫০ থেকে ৩০০ টাকা, সায়ের ৩৫০ টাকা থেকে ২৫০ টাকা, সাফারি ৬০০ টাকা, মাশরুখ ৪০০ টাকা, সৌদি আরবের ৮০০ টাকা থেকে ৭৫০ টাকা, দুবাইর হুমায়রা ৫০০ টাকা থেকে ৪৪০ টাকা, তিনোশিয়ার ছড়া খেজুর ৬০০ থেকে ৫৫০ টাকা, দুবাইর ভিজা জাহিদি (৩০/৩৫ কেজির বস্তা) প্রতি কেজি ২৫০ টাকা থেকে ১৩৫ টাকা, মিসরের আম্বর ১৩০০ থেকে ৯০০ টাকা, ইরানী মরিয়ম ১২০০ টাকা থেকে ১০০০ টাকা, দুবাইর লুলু খেজুর ১০ কেজির কার্টুন ৪০০০ থেকে ৩৯০০ টাকা, দুবাইর কাউন্টডাবাস এক কেজির প্যাকেট ৫০০ টাকা থেকে ৪৫০ টাকা ও আলজেরিয়া খেজুর ৫০০ থেকে ৪০০ টাকায় প্রতি কেজি পাইকারী বিক্রি হচ্ছে।


খুচরা বাজারে পবিত্র রমজান উপলক্ষে খেজুরের ভিড় এবং দামের ওঠানামা নিয়ে ক্রেতা-বিক্রেতারা নানা মন্তব্য করেছেন। এক বিক্রেতা জানান, দাম কমার ফলে তারা কিছুটা লাভে থাকলেও, খুচরা বাজারে প্রক্রিয়া জটিল হওয়ার কারণে দাম কিছুটা বেড়ে যাচ্ছে। তবে বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে, ক্রেতারা এবার কম দামে খেজুর পেতে বেশ উৎসাহী।


এছাড়া, পাইকারী বাজারে সরবরাহের কারণে দাম কিছুটা কমে এসেছে, তবে খুচরা বাজারে চাহিদার চাপ বেড়েছে এবং দামও ওঠানামা করছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দাম কমার জন্য শুল্ক-কর কমানোর সুবিধা কিছুটা পরিলক্ষিত হলেও খুচরা বাজারের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে।