মাদারীপুরের ডাসারে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় গোপাল মল্লিক নামে এক ব্যক্তি। বাধা দিলে ওই গৃহবধূর স্বামী ও সন্তানকে মারধর করে গুরুতর আহত করা হয়। শনিবার রাতে এ ঘটনা ঘটে এবং রাতেই ভুক্তভোগীর স্বামী ডাসার থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত কানছিরাম মল্লিকের ছেলে গোপাল মল্লিক দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্কে বাধ্য করছিল। বিষয়টি জানাজানি হলে গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারের হস্তক্ষেপে গোপাল ভুল স্বীকার করে স্ট্যাম্পে লিখিত দেন যে ভবিষ্যতে এমন কাজ করবেন না।
কিন্তু কয়েকদিন না যেতেই শনিবার রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে পেছন থেকে জাপটে ধরে মাটিতে ফেলে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। চিৎকার শুনে তার ছেলে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এরপর স্বামী আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গোপাল মল্লিক গোপনে তার গোসলখানা ও বাথরুমের দৃশ্য মোবাইলে ধারণ করে এবং সেগুলো দেখিয়ে ভয় দেখিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। একপর্যায়ে বিষপান করলে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। এরপর গোপাল স্থানীয়দের সামনে ক্ষমা চেয়ে স্ট্যাম্পে লিখিত দেন যে ভবিষ্যতে আর বিরক্ত করবে না।
কিন্তু শনিবার রাতে সে আবারও ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে ছেলে ও স্বামীকে মারধর করে। গৃহবধূর স্বামী জানান, এ ঘটনায় তিনি রাতেই থানায় মামলা করেছেন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানান, গোপাল মল্লিকের বিরুদ্ধে আগেও নানা অনৈতিক কার্যকলাপের অভিযোগ ছিল, কিন্তু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার অগ্রগতির ওপর নির্ভর করে আসামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।