গোয়ালন্দে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৭শে জানুয়ারী ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
গোয়ালন্দে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়" এ প্রতিপাদ্যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।


গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।


উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান সহ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।


উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।উল্লেখ্য, মেলায় গোয়ালন্দ উপজেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক স্টল প্রদর্শন করেন। এ দিনে নবম বিজ্ঞান বিষয়ক কুইজ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান সেমিনার সমাপনী ও বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।