জামালপুরে চার ঘন্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: রবিবার ২৬শে জানুয়ারী ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন
জামালপুরে চার ঘন্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রবিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে এবং ফুটবল ও লুডু খেলে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে। আন্দোলনকারীরা মূলত জামালপুরে গত ৫ আগস্ট থেকে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই অবস্থান নেয়।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, জামালপুরে ৫ আগস্টের পর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন মিছিল বের করা হচ্ছে। তাদের দাবি, প্রশাসন এসব মিছিল বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা উল্লিখিত মিছিলের মাধ্যমে জনমানসে আতঙ্ক সৃষ্টি করছে। এর প্রতিবাদে তারা গতকাল বিক্ষোভ করে এবং জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশের কার্যকলাপের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেন।


এছাড়া, শিক্ষার্থীরা রাঘব বোয়ালদের গ্রেফতার না করায় এবং ছোট অপরাধীদের জামিনে মুক্তি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, প্রশাসন প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ছাত্ররা আরও শক্ত অবস্থান নিবে।


জামালপুর জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, ‘‘আমরা চাই প্রশাসন দায়িত্বশীলভাবে কাজ করুক এবং গডফাদারদের গ্রেফতার করা হোক। পুলিশ যদি চুনোপুঁটি আটক করে, তবে বড় নেতাদের গ্রেফতার করা হবে না কেন?’’


এ ঘটনায় জামালপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দেন। তিনি জানান, ‘‘আমরা শিক্ষার্থী ও আন্দোলনকারীদের আশ্বস্ত করেছি যে, আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।’’


অবশেষে, প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। তবে এই অবস্থানে প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এসময় পুলিশ সন্দেহভাজন এক ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করে।