বাহেরচর মাদ্রাসায় বহুতল ভবনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ০৯:১৪ অপরাহ্ন
বাহেরচর মাদ্রাসায় বহুতল ভবনের দাবিতে মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আধুনিক বহুতল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যবৃন্দ। 


বুধবার(১১ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে দাঁড়িয়ে বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা: আল মামুন তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। 


বর্তমানে মাদ্রাসাটিতে ১ হাজারেরও অধিক সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হিজলা উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আধুনিক বহুতল ভবন নির্মিত হলেও প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সরকারি অর্থায়নে এখানে কোনো ভবন নির্মিত হয়নি। তাই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



 বর্ষাকালে ভোগান্তি থাকে চরমে। জরাজীর্ণ কক্ষ গুলো জোয়ারে পানিতে তলিয়ে যাওয়ার কারণে পাঠদান ব্যাহত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে আর কোনো বৈষম্য নয়। শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্পন্ন পাঠদান নিশ্চিত করতে এখানে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের বিকল্প নেই। 


তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও সরকারের কাছে তাদের সকলের দাবি জনস্বার্থে এখানে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হোক।