কক্সবাজারের টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় একটি বসতঘরে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুলাল পাড়ার ৯ নং ওয়ার্ডের একটি ৫ কক্ষ বিশিষ্ট বসতঘরে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি ট্রাভেল ব্যাগের মধ্যে স্কচটেপ এবং টিস্যু পেপারের সাহায্যে মোড়ানো পলি প্যাকেটগুলো থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, অভিযানের সময় মাদক কারবারি মো. আলমগীর (৩৯) পালিয়ে যায়। তিনি কুলাল পাড়ার মুজাফ্ফর আহমদের পুত্র। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আলমগীরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফে ইয়াবা পাচার এবং বিক্রির বিরোধী অভিযান আরো তীব্র করার পরিকল্পনা নিয়েছে ডিএনসি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীরা সক্রিয় হওয়ার কারণে সেখানে আরও কঠোর নজরদারি বাড়ানো হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামীদের গ্রেফতার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।