বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে জয়িতাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ০৬:০৫ অপরাহ্ন
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে জয়িতাদের সংবর্ধনা

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজন করেছে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান।  সোমবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পরিচালক মোঃ খন্দকার আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে নারীদের ওপর নির্যাতনের হার অত্যন্ত উদ্বেগজনক। নারীর ক্ষমতায়ন ও সুশিক্ষার মাধ্যমে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত করে পরিবার ও সমাজে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, নারী-পুরুষ সমতা ছাড়া সমাজের কোনো অংশ সফল হতে পারে না।


জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান আহমেদ, ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস এবং মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহায়ক পরিবেশ  তৈরির ওপর জোর দেন। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে সকল শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


বরিশাল জেলায় এ বছর পাঁচজন নারীকে “শ্রেষ্ঠ জয়িতা” হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিক সাফল্যে নুসরাত জাহান, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনে মোছাঃ শাবনাজ পারভিন, সফল জননী হিসেবে রাজিয়া বেগম, নির্যাতন উপেক্ষা করে জীবন শুরু করা ক্যাটেগরিতে রিফা খানম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য উম্মে সুমাইয়া এই সম্মাননা লাভ করেন।


আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা বরিশাল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।