হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় গরু হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন
হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় গরু হস্তান্তর

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে একটি গরু ফেরত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে গরুটি বাংলাদেশে চলে আসে। এরপর ভারতীয় কর্তৃপক্ষ গরুটি ফেরত চেয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর কাছে আবেদন করলে, দুই দেশের সীমান্ত বাহিনী এই গরু ফেরত দিতে সম্মত হয়।


বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২:৩০ টায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস এর কাছে শূন্য রেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন এবং বিএসএফের পক্ষে ছিলেন হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন। 


হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন জানান, "গতকাল সন্ধ্যায় ভারতের এক মালিকের গরু বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। পরে ভারতীয় কর্তৃপক্ষ গরুটি ফেরত চেয়ে আবেদন করে। এর পরই আজ দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়।" 


তিনি আরও জানান, সীমান্তে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি সব সময় আন্তরিক। এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকলে তা সীমান্ত অঞ্চলে পারস্পরিক সহযোগিতা ও ভালো সম্পর্কের নিদর্শন হিসেবে বিবেচিত হবে।


এ সময় বিএসএফের সদস্য এবং গরুর মালিক উপস্থিত ছিলেন এবং দুই বাহিনীর মধ্যে সৌজন্যমূলক আলোচনার পর গরুটি ফেরত দেওয়া হয়। 


সীমান্তে এই ধরনের পতাকা বৈঠক সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।