মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শ্রীমঙ্গল সদরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত এবং শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের জালালিয়া রোড দক্ষিণ এলাকায় এই ঘটনা ঘটে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার একটি সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে মিজান মিয়া নামে এক ব্যক্তি দখল করে রেখেছিলেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে সরকারি জমি উদ্ধার করতে গেলে মিজান মিয়ার ছেলে চৌধুরী মিয়া, রাসেল মিয়া এবং রশিদ মিয়া দেশীয় অস্ত্র নিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের ওপর হামলা চালান।
আহতদের মধ্যে শেখ সুলতান আহমদ নাক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, আর শরদিন্দু দত্ত শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। হামলার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হন।
আহতদের চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এদিকে, ঘটনার বিষয়ে উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস জানান, সরকারি কাজে বাধা প্রদান ও হামলা চালানোর জন্য দায়ীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, তিনি ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন এবং ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।