টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না শিশু আছিয়া

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪ ০৪:২৫ অপরাহ্ন
টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না শিশু আছিয়া

মাত্র ২০ মাস বয়সেই হৃদরোগে আক্রান্ত ফুটফুটে শিশু আছিয়া আক্তার। তার হৃদযন্ত্রে জন্মগত দুটি ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করালে আছিয়ার জীবন হুমকির মুখে পড়বে। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে তার পরিবার অপারেশন করাতে পারছে না।  


পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসিন্দা আছিয়ার বাবা ফয়জুল ইসলাম খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রহরীর কাজ করেন। সীমিত আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে। প্রায় সাত মাস আগে আছিয়ার অসুস্থতা বাড়তে থাকলে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এস কে এ রাজ্জাক পরীক্ষার মাধ্যমে জানান, শিশুটির হার্টে দুটি ছিদ্র রয়েছে।  


চিকিৎসকরা জানিয়েছেন, ছিদ্র দুটি বড় হয়ে যাওয়ায় এখন দ্রুত অপারেশন জরুরি। তবে এ চিকিৎসার জন্য প্রাথমিকভাবে সাড়ে দুই লাখ টাকার প্রয়োজন। এই অর্থ জোগাড় করা ফয়জুল ইসলামের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, “আমার মেয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খাওয়া-দাওয়াও দিন দিন কমে যাচ্ছে। কিন্তু আমি কিছুই করতে পারছি না। সমাজের সহৃদয় ব্যক্তিদের কাছে আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাই।”  


শিশু আছিয়ার প্রতিবেশী ইমাম হোসেন সজিব বলেন, “আছিয়া আমাদের সবার খুব আদরের। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু এত বড় অঙ্কের টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি, আছিয়ার পাশে দাঁড়ান।”  


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক এস কে এ রাজ্জাক জানিয়েছেন, দ্রুত চিকিৎসা করানো গেলে আছিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।  


আপনার সহযোগিতা আছিয়ার জীবন বাঁচাতে পারে। সাহায্য পাঠাতে আছিয়ার বাবার নগদ অ্যাকাউন্ট নম্বর: ০১৭৭১৩৯৩৭৭৩। একটি সাহায্য একটি শিশুর মুখে হাঁসি ফিরিয়ে দিতে পারে।