ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বৈধ মালিকানার জমি জোরপূর্বক দখলের ব্যর্থ চেষ্টার পর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জমি নিয়ে এমন ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
ডাকবাংলা ত্রিমোহনী এলাকার সাধুহাটী মৌজায় এ ঘটনা ঘটে। জানা যায়, আবুল কাশেমের ছেলে তারিকুল ইসলাম বৈধভাবে পিতার থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এবং রেকর্ডভুক্ত ৫০ শতক জমির মালিক। তবে একই জমি একাধিকবার জালিয়াতি করে বিক্রি করার অভিযোগে কাশেমের স্ত্রী রোকেয়া এবং তার সহযোগীরা এখন জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে তারিকুল ইসলাম জানান, "আমার পৈতৃক জমির সমস্ত বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। আদালতেও আমি এই জমির মালিকানা নিশ্চিত করেছি। তবু আমিরুল এবং আকিমুল গায়ের জোরে জমি দখল করার চেষ্টা করছে। এমনকি প্রাণনাশের হুমকি দিয়েছে।"
স্থানীয়রা জানান, জমি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু আমিরুল ও আকিমুল আদালতের রায় মানতে অস্বীকার করে জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন। তারা এলাকায় দাঙ্গা বাধানোরও চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
ডাকবাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন, "এই জমি নিয়ে আদালতের চূড়ান্ত রায় রয়েছে। তারিকুল বৈধ মালিক। কিন্তু অভিযুক্তরা আইন-আদালত মানছে না। এলাকায় অশান্তি সৃষ্টি করছে।"
এদিকে স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করলেও এখনও জমি দখলের চেষ্টা থামেনি। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা তাদের প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে প্রকৃত মালিককে হয়রানি করছে।
প্রশাসনের প্রতি এলাকাবাসীর আহ্বান, জমি দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।