দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, বিরামপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা এবং বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন ও সায়েবীন আলম, জুলাই-আগস্ট আন্দোলনে গুলিতে চোখ হারানো রশিদুল ইসলাম এবং আহত বাদশাহ মোহাম্মদ নাজ্জাসীর পিতা শামসুজ্জামান তপন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া, গাজীপুরের শফীপুরে গুলিতে আহত রিকশাচালক গোলজার হোসেনও তার কষ্টের স্মৃতি ভাগ করেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করেছিল, তা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আহত ও নিহতদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।
স্মরণসভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই স্মরণসভা কেবল অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।