গুরুদাসপুরে জমি রেজিস্ট্রি নিয়ে মা-কে মারপিট, অভিযোগ তুললেন বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , নাটোর
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪ ০৪:০০ অপরাহ্ন
গুরুদাসপুরে জমি রেজিস্ট্রি নিয়ে মা-কে মারপিট, অভিযোগ তুললেন বৃদ্ধা

নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে জমি রেজিস্ট্রি নিয়ে মায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে তার ছেলে নাজমুল হুদা সোহেল রাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৭৫ বছর বয়সী হাফিজা বেগম (বৃদ্ধা) অভিযোগ করেন যে, তার ছেলে দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রি না করার কারণে তাকে শারীরিকভাবে নির্যাতন ও বন্দি করে রেখেছিল। 


হাফিজা বেগম জানান, তার প্রথম স্বামী ইসাহাক সালাফী মারা যাওয়ার পর কৃষিবিদ আব্দুল বারীর সাথে পুনরায় বিবাহ হয়। এই দাম্পত্য সম্পর্ক থেকে কিছু জমি তার মালিকানায় আসে। কিন্তু, সেই জমির রেজিস্ট্রি তার ছেলে নাজমুল হুদা সোহেল রাজের নামে না করার কারণে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। গত ১ ডিসেম্বর তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে তিনি বাড়ি থেকে পালিয়ে মেয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তবে, বড়াইগ্রামের কালিবাড়ি এলাকায় পৌঁছালে সোহেল রাজ মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করেন এবং মারপিট করে বাড়ি নিয়ে গিয়ে বন্দি করে রাখেন। সেই সঙ্গে তার মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।  


অভিযুক্ত নাজমুল হুদা সোহেল রাজ দাবি করেছেন, তিনি কখনো মাকে মারপিট করেননি এবং জমির রেজিস্ট্রি নিয়ে বোনেরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 


গুরুদাসপুর থানার পরিদর্শক গোলাম মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিষয়টি পারিবারিকভাবে সমাধান করার জন্য বলা হয়েছে। তবে মারপিটের বিষয়টি মৌখিকভাবে জানানো হয়নি। যদি মায়ের অভিযোগে লিখিত অভিযোগ দাখিল করা হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এই ঘটনা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, এবং স্থানীয়রা দাবি করছে, নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।