ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রধান বাজারগুলোতে যত্রতত্র রিকশা ও সিএনজি পার্কিং এবং ফুটপাত দখলের কারণে প্রতিদিনই যানজট চরম আকার ধারণ করছে। প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না।
উপজেলার সকাল বাজার থেকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাত অবৈধভাবে দখল করায় পথচারীদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। সরাইল উপজেলা পরিষদের প্রবেশপথ এবং বিকাল বাজারের বকুল তলায় অপ্রত্যাশিত সিএনজি স্টেশন তৈরি হওয়ায় যানবাহন চলাচলে জট লেগে থাকে।
স্থানীয় স্বেচ্ছাসেবী রায়হান উদ্দিন বলেন, "যানজট নিরসনে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন। বিকাল বাজার ও উপজেলা পরিষদের সামনে সিএনজি পার্কিং সম্পূর্ণ অযৌক্তিক। এই এলাকাগুলো কোনো সিএনজি স্টেশন নয়। এভাবে যত্রতত্র পার্কিং চলতে দেওয়া উচিত নয়।"
বাজারের ব্যবসায়ী পাভেল মিয়া জানান, "বিকাল বাজারে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় ট্রাক প্রবেশ নিষিদ্ধ থাকলেও এই নিষেধাজ্ঞা অনেকেই মানে না। ফলে যানজট আরও বাড়ে। প্রশাসনের কঠোর ভূমিকা ছাড়া এই সমস্যা নিরসন সম্ভব নয়।"
যানজটের কারণে স্থানীয় বাসিন্দারা যেমন দুর্ভোগে পড়ছেন, তেমনি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশাররফ হোসাইন ইনিউজ৭১-কে জানান, "আমি সরাইলে নতুন যোগদান করেছি। যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"
স্থানীয়রা মনে করেন, অবৈধ পার্কিং বন্ধ, ফুটপাত পুনরুদ্ধার এবং বাজার এলাকায় সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনার জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।