ভূরুঙ্গামারীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০২৪ ০৪:৩৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রশাসনিক কর্মকর্তারা। 


এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানা পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, কাজী নিজাম উদ্দিন এবং ইয়াকুব রহমান শ্রাবণসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।


স্মরণ সভায় বক্তারা বলেন, "গণঅভ্যুত্থান এক নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে সকল শ্রেণির মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং যাদের পরিবারে এই বিপ্লবের শিকার হয়েছে, তাদের ত্যাগকে কোনভাবেই বৃথা যেতে দেয়া যাবে না।" বক্তারা আরো বলেন, "দেশের স্বাধীনতা সংগ্রাম এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দায়িত্ব, সেই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা।"


সভায় দেশের উন্নয়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, এবং গণঅভ্যুত্থানের চেতনায় একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। 


গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরবর্তীতে দোয়া করা হয় শহীদদের আত্মার শান্তি কামনা করে।


এ স্মরণসভা ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ভবিষ্যতে নতুন প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের ত্যাগের মূল্যবোধ পৌঁছে দিতে সহায়ক হবে।