বরগুনার পাথরঘাটায় ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছাত্রীর নাম লিমা (১৫), যিনি পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বাবা জসীম, একজন টমটম চালক।
এলাকার কালমেঘা ইউনিয়নের সিকদার বাড়িতে ১ ডিসেম্বর রবিবার রাতে এই ঘটনা ঘটে। লিমা গত শনিবার পরীক্ষায় অংশ নিয়েছিল এবং রবিবার তার আরেকটি পরীক্ষা ছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে লিমার ঝুলন্ত মরদেহ দোতলার ঘরের চালায় পাওয়া যায়। এরপর দ্রুত পাথরঘাটা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লিমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তবে এর পেছনে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানার জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় আছেন তারা। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, "আমরা মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছি। পরিবার জানিয়েছে, মেয়েটি মানসিকভাবে কিছুটা অস্থির ছিল, তবে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"
লিমার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন ধরে মেয়েটি মানসিক সমস্যায় ভুগছিল এবং তার আচরণে কিছুটা অস্থিরতা দেখা দিচ্ছিল। পরিবারের সদস্যরা ধারণা করছেন, হয়তো মানসিক চাপের কারণেই সে আত্মহত্যা করেছে। তবে তার স্কুল শিক্ষকরা লিমাকে সুস্থ এবং স্বাভাবিক একজন শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন। পাথরঘাটা কেএম মডেল স্কুলের শিক্ষক মোঃ মুরাদুল হক বলেন, "লিমা ছিল অত্যন্ত ভালো মেধাবী শিক্ষার্থী। সে কখনো স্কুল ফাঁকি দেয়নি এবং সব সময় ক্লাসে উপস্থিত থাকত।"
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।