কলাপাড়ায় বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ন
কলাপাড়ায় বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রাম থেকে একটি উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে স্থানীয় প্রাণীপ্রেমী সংগঠন "এনিমেল লাভারস অফ পটুয়াখালী"। 


শনিবার সন্ধ্যায় বসতবাড়ির উঠানে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত সংগঠনের সদস্যদের খবর দেন। এনিমেল লাভারসের সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উদ্ধারকাজে অংশ নিয়ে আড়াই ফুট দৈর্ঘ্যের সাপটি নিরাপদে উদ্ধার করেন। 


এটি একটি বিষধর সাপ হলেও মানবজাতির জন্য তেমন বিপজ্জনক নয়। সাধারণত ব্যাঙ ও ছোট সরীসৃপ প্রাণী খেতে ভালোবাসে। সাপটির বর্ণ উজ্জ্বল সবুজ এবং এর নাক লম্বা ও সুচালো, যা এটিকে সহজেই চিহ্নিত করা যায়। সাপটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রবিবার সন্ধ্যায় এটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


এনিমেল লাভারসের সদস্য ইউসুফ রনি জানান, "সাধারণত এই ধরনের সাপ খুব একটা দেখা যায় না। আমাদের জন্য এটি একটি বিরল ও গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম ছিল।"  


এনিমেল লাভারস অফ পটুয়াখালী সাপ ও অন্যান্য প্রাণী সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং তাদের এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।