ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান উত্তাল, বিক্ষোভে পিটিআই সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান উত্তাল, বিক্ষোভে পিটিআই সমর্থকরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বখ্যাত ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ইমরান খানের দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এবং বিরোধী দলগুলির মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়েছে। 


পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এবং ‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর পিটিআই সমর্থকরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি রিপাবলিকান পার্টির নেতা ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানে চলমান দমন-পীড়ন নিয়ে আলোচনা করবেন। তিনি আরও বলেন, “ট্রাম্পের সঙ্গে ইমরান খানের সম্পর্ক ভালো, এবং ট্রাম্প খানকে মুক্তি দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।”


ইমরান খান তার এক্স (পুরানো টুইটার) অ্যাকাউন্টে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন, যেখানে তাকে ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়। ইমরান খানের পোস্টে বলা হয়, "আমরা পিটিআই ও পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, এবং আশা করি, তিনি বিশ্বের শান্তি, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন।"


তবে, ক্ষমতাসীন মুসলিম লীগ (নওয়াজ-পিএমএল) এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মতে, পিটিআই’র দাবি অবাস্তব এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 


এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন চালিয়ে যাচ্ছে পিটিআই কর্মীরা। বিশেষ করে ইসলামাবাদসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, এবং তারা দাবি করছে যে, ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, পাকিস্তানের বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে, যার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। 


এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অস্থিরতা তৈরি করেছে। পিটিআই’র নেতারা বলছেন, ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের ভবিষ্যত রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত।