মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ১২:৫২ অপরাহ্ন
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য আজমাইন হোসেন টুটুল (৫২)কে আটক করেছে যৌথ বাহিনী। রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষিপণ্য উদ্ধার করা হয়।


গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আজমাইন হোসেন টুটুল দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে কর্মরত। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর র্যাব-১২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্ট যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন রওশন।


অভিযানে টুটুলের বাড়ির ধঞ্চে গাদার নিচ থেকে ওয়ান শুটার গান ও দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া, বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র, ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাই বীজ, ১৫ বস্তা টিএসপি সারের সাথে ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার চাউল উদ্ধার করা হয়।


এ বিষয়ে মেহেরপুর র্যাব-১২ সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিপুল পরিমাণ কৃষি পণ্য সরকারি প্রণোদনা হিসেবে বিতরণের জন্য বরাদ্দ ছিল। তিনি বলেন, "আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল সম্পর্কে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"  


এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।