শহীদ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: মঞ্জুরুল আহসান মুন্সী

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন
শহীদ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: মঞ্জুরুল আহসান মুন্সী

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণা আমরা নিজের কানে শুনেছি। আওয়ামী লীগের নেত্রী যদি কিছু বলেন, তাতে আমাদের কিছু আসে যায় না। শহীদ জিয়ার নেতৃত্বে দেশ পুনর্গঠন হয়েছে।"


শনিবার (২ নভেম্বর) বিকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহআলম খোকন। 


মঞ্জুরুল আহসান মুন্সী আরো অভিযোগ করেন, "আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়ার নাম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার তান্ডবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে।"


এদিনের জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। 


এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, যুবদল নেতা সোহাগ মিয়া এবং ছাত্রদল নেতা আমির হোসেন তারেকসহ আরও অনেকে। সভায় বক্তারা একত্রিত হয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।