আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন হত্যাকান্ডসহ কুড়িগ্রামের শহীদ রফিকুল ইসলামের হত্যার বিচারের দাবিতে গণজমায়েত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা। মঙ্গলবার ২৯ অক্টোবর বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন এবং ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
গণজমায়েতে আওয়ামী শাসনামলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা আমীর আনোয়ার হোসেন গণজমায়েতে সভাপতিত্ব করেন এবং উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান এতে সঞ্চালনা করেন।
গণজমায়েতে বক্তারা বলেন, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা ও বিভিন্ন সময় দেশজুড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করতে হবে।
উল্লেখ্য, রফিকুল ইসলাম কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি গত ২০০৬ সালের ২৮ অক্টোবর কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর অফিস থেকে বের হওয়া মিছিলে অংশ গ্রহণ করেন। ওই মিছিলে হামলার ঘটনা ঘটলে সেই হামলায় তিনি নিহত হন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।