পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
মহিপুর থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতুসহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। তারা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হোটেল নিউ সী-বীচ ইন-এর ৫০১ নম্বর কক্ষ (সুইট রুম) ভাড়া নেন। সন্ধ্যায় তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছিল।
শনিবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কক্ষের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আফরোজা আক্তার রিতুর বাড়ি যশোর জেলার চোকদাপাড়া থানার বেজপাড়া গ্রামে। হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম ইছা মীর লেখা ছিল। তবে ঘটনাকালে তার সঙ্গীরা অন্য কক্ষে ছিল বলে দাবি করেছে তারা।
হোটেল নিউ সী-বীচ ইন-এর ম্যানেজার রুমান মৃধা জানান, “গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী তাদের রুম ভাড়া দেওয়া হয়। তারা স্বাভাবিক আচরণ করছিল। তবে আজ দুপুরে কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তরুণীর সঙ্গে থাকা বাকি তিনজন পালানোর চেষ্টা করলে হোটেল কর্মীরা তাদের আটক করে।”
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”
মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়, তবে পুলিশের তদন্তের ওপর নির্ভর করে এটি সুস্পষ্ট হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।