শ্রীমঙ্গলের তারকা হোটেল থেকে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আটক

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৪ অপরাহ্ন
শ্রীমঙ্গলের তারকা হোটেল থেকে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুই তারকা মানের হোটেল প্যারাগন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। 


শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ, ডিবি পুলিশ এবং শ্রীমঙ্গল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে। 


পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, আটকের সময় সিরাজুল ইসলামের সঙ্গে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরাও হোটেলে উপস্থিত ছিলেন। তার কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যা পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।


অভিযানে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্কেল আনিসুর রহমান এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ উপস্থিত ছিলেন।


দীর্ঘদিন ধরে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় মামলা রয়েছে।