ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সরাইল থানা পুলিশ। মাদকসহ আটক কামরুল ইসলাম তার পিতা মো.শফিকুল ইসলাম। ঝিনাইদহ জেলার কালি চরণপুর উপজেলার বয়ড়া তলা এলাকার বলে জানাযায়।
থানা সূত্রে জানা যায় বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন ও এএসআই রুবেলসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের ঈদগাহ ময়দানের রাস্তার উপরে একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। এসময় ১০ কেজি গাঁজা জব্দ করেন।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান আটকের কথা স্বীকার করে বলেন, গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল কামরুল। পরে তাকে আটক করা হয়। আটক কামরুলের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।