পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন, "আমরা সবাই মিলে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ পিরোজপুর গড়ে তুলবো।" তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, "জন প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা পিরোজপুরবাসী যে ধরনের পুলিশী সেবা চান, আমরা সেই সেবা দিতে চেষ্টা করবো।" তিনি বলেন, পিরোজপুর জেলার সকল উপজেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং মাদক নির্মূল করে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলায় পরিণত করার চেষ্টা করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: মুকিত হাসান, এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাইল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এস এম রেজাইল ইসলাম শামীম নবাগত পুলিশ সুপারের পদার্থে প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাগতম জানান এবং জেলা পুলিশের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ ও ফসিউল ইসলাম বাচ্চু নবাগত পুলিশ সুপারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, খাঁন মুহাম্মদ আবু নাসের রোববার (৮ সেপ্টেম্বর) পিরোজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের পূর্বে তিনি ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।