কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানিতে পড়ে যাওয়া বল তুলে আনতে গিয়ে ডুবে হোসাইন মেজবা সিয়াম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সিয়াম ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হামিদুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকার দুধকুমার নদে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা জাহিন মুস্তাহিদ নামের আরেক শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। জাহিন ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে দিকে সিয়াম ও জাহিন দুই বন্ধু ক্রিকেট খেলার বল নিয়ে দুধকুমার নদের পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বলটি নদের পানিতে গিয়ে পড়ে। পানি থেকে বলটি তুলে আনতে গিয়ে স্রোতের টানে তারা দু'জনেই নদের পানিতে তলিয়ে যেতে থাকে।
তাদের তলিয়ে যাওয়ার ঘটনাটি স্থানীয়রা দেখতে পান। এসময় স্থানীয়রা জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। সিয়াম পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। প্রায় তিন ঘন্টা পর স্থানীয় ডুবুরীদের একটি দল সিয়ামকে উদ্ধার করে।
সিয়ামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, পানিতে ডুবে সিয়ামের মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।