নাফনদীতে কেওড়া ফল কুড়াতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শুক্রবার ৬ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:২০ অপরাহ্ন
নাফনদীতে কেওড়া ফল কুড়াতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কেওড়া ফল কুড়াতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং স্লুইশ পাড়া এলাকার নাফ নদীর কেওড়া বাগানের পাশে দুই শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের দ্বারা মৃতদেহ শনাক্ত করে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।


নিহত দুই শিশুর নাম উসমান (৮) এবং জিহাদ (৬)। তারা হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল হোছনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় শিশু-কিশোররা নাফ নদীর ওয়াব্রাং পয়েন্ট দিয়ে কেওড়া ফল কুড়াতে যায়। শুক্রবারের ঘটনা ঘটেছিল তাদেরও কেওড়া ফল কুড়াতে যাওয়ার সময়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেওড়া ফল কুড়াতে গিয়ে শিশুরা নদীতে পড়ে যায় এবং সাঁতার কাটতে না পেরে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ওয়াব্রাং এলাকার নাফ নদীতে কেওড়া ফল কুড়াতে গিয়ে দুই শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।"


নিহত শিশুর পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করে সেগুলো তাদের বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।


এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করছে। এছাড়া, নদীর পাশে শিশুদের নিরাপদ রাখার জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।


এছাড়া, স্থানীয় জনগণের মধ্যে নদীর পার্শ্ববর্তী এলাকায় শিশুদের নিরাপদে রাখা এবং নদীতে নামা থেকে বিরত থাকার বিষয়ে প্রচার চালানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন কর্তৃক পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।