বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৪ অপরাহ্ন
বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ পর এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। অবশ্য দিনের শুরুতে দুই উইকেট হারালেও শান্ত, মুমিনুল, সাকিবরা ঠিকই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। 


জয়ের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জয়ের পরপরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন ড. ইউনূস। ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।


ফোনে ড. ইউনূস বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দেবে সরকার।