দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহন (ট্রাক মালিক) গ্রুপের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ আগস্ট) ৮টায় হিলি পানামা পোর্ট সংলগ্ন সংগঠনটির নিজস্ব কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান হিলি আমদানি রফতানি কারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ।
শপথ অনুষ্ঠানে সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ শেষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বাড়ানোর বিষয়ে কথা বলেন উপস্থিত ব্যবসায়ীরা।এসময় শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর থানা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী প্রমুখ।
নতুন কমিটির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহসভাপতি ওবায়দুর রহমান হেলেন, সাধারণ সম্পাদক হযরত আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুফান, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ লেবু, প্রচার সম্পাদক রেজাউল করিম, বন্দর সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সড়ক সম্পাদক হারুনুর রশিদ, সমাজ কল্যান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হায়াত মোহাম্মদ শেরেগুল, ক্রীড়া সম্পাদক শ্রী দিনেশ কুমার পোদ্দার, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ রাজু, কার্যকারী সদস্য নাজমুল হক, রুহুল আমিন ও আনন্দ হোসেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।